|
---|
নিজস্ব সংবাদদাতা : শনিবারের পর রবিবার। ফের রাজ্যে হানা দিল কালবৈশাখী। রবিবার দুপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।এদিন দুপুরে ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। প্রথমে দুর্যোগ শুরু হয় বীরভূমে। সেখানে রাজনগর, সিউড়ি, ইলামবাজারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, অন্ডালেও ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বাঁকুড়ার একাংশেও। উত্তরবঙ্গে মালদা জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে।রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ , পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।