বর্তমানে এই ক্যালেন্ডার এর ব্যবহার অনেকটাই সরে যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে তবে ডিজিটালের যুগেও কাগজের ক্যালেন্ডারের চাহিদা রয়েছে

নিজস্ব সংবাদদাতা : ক্যালেন্ডার অতি প্রয়োজনীয় একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে। তবে বর্তমান যুগে বিশেষত তরুণ প্রজন্ম পঞ্জিকা বা কাগজে ছাপানো ক্যালেন্ডারের থেকে আধুনিক কম্পিউটার বা মোবাইলে ক্যালেন্ডার দেখতে বেশি পছন্দ করেন। মোবাইল বা কম্পিউটারে অতি সহজেই দেখা যায় বর্তমানে ক্যালেন্ডার। যদিও সেই সমস্ত ক্যালেন্ডারে প্রত্যেকদিন এর বিস্তারিত তথ্য দেওয়া থাকে না। সেখানে শুধু থাকে বছর মাস দিন এবং বিশেষ কোন দিনের নাম। প্রত্যেক বছরই আমরাসাল অনুযায়ী তারিখের হিসাব রাখি খ্রিস্টাব্দ হিসেবে। অর্থাৎ যিশুখ্রিস্টের জন্ম সাল ধরেই তারিখ বিচার করা হয়৷কিন্তু এর বাইরেও রয়েছে আরেকটি দিন পঞ্জিকা। নববর্ষের দিনটিকে বছরের শুরুর দিন হিসেবে ধরা হয়। এবং সেদিন থেকে শুরু হয় একটি নতুন বঙ্গাব্দ। নববর্ষের দিন কেনা হয় নতুন পঞ্জিকা। এছাড়াও বিভিন্ন দোকানে দেওয়া হয় ক্যালেন্ডার। যদিও বর্তমানে এই ক্যালেন্ডার এর ব্যবহার অনেকটাই সরে যাচ্ছে তরুণ প্রজন্মের কাছ থেকে। নববর্ষের দিন বেশিরভাগ দোকানেই হালখাতা স্বরূপ একটি মিষ্টির প্যাকেট ও সাথে একটি ক্যালেন্ডার দেওয়া হতো ক্রেতাদের। একটি বড় পেপারে ছাপানো থাকতো কোন ঠাকুর-দেবতা অথবা অন্য কোন ছবি এবং তার নিচে পিন মেরে লাগানো হতো বৈশাখ থেকে চৈত্র এই ১২ মাসের সময়সূচী। এক ক্যালেন্ডার বিক্রেতা আমাদের জানান গত দু’বছর করোনার কারণে সেভাবে ক্যালেন্ডার তৈরীর অর্ডার পাননি। তবে এবারে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে আগের থেকে অনেকটাই বেশি অর্ডার পেয়েছেন। এবং অর্ডার অনুযায়ী সমস্ত ক্যালেন্ডার ইতিমধ্যে তৈরি করে তা দেওয়া হয়ে গেছে সমস্ত জায়গায়।বলা যায় ডিজিটালের যুগেও কাগজের ক্যালেন্ডারের চাহিদা রয়েছে৷