|
---|
আজিম শেখ,নতুন গতি, রামপুরহাট: পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে আগামী ২ থেকে ৯ সেপ্টেম্বর “রাজ্য নগর জীবিকা মিশন” ও ‘ মিশন নির্মল বাংলা’র ব্যাপক ও ধারাবাহিক প্রচারের উদ্দেশ্যে পৌরসভার পক্ষ থেকে কর্মসূচি গ্রহন করা হয় আলোচনা সভা- বিষয় – বর্জ্যের বিপদ, পানীয় জল সঙ্কট, প্লাস্টিক ব্যবহারের কুফল।ওই সভায় বক্তব্য রাখেন রামপুরহাট পুরসভার পুরপিতা অশ্বিনী তেওয়ারি, উপপুরপিতা সুকান্ত সরকার, ও রামপুরহাটের রাষ্টপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক নিখিল কুমার সাহানা।প্রাক্তন পুরপিতা সৈয়দ সিরাজ জিম্মি, ও শুদ্ধোদন ব্যানার্জ্জী সহ বিভন্ন ওর্য়াডের কাউন্সিলারগন। পুরপিতা অশ্বিনী তেওয়ারি হলেন পৃথিবী এখন চরম সংকটের মুখে জলস্তর নেমে যাচ্ছে দুষন বাড়ছে। আমাদের মুখ্যমন্ত্রী বার বার আমাদের এবিষয়ে নজর রাখতে বলেছেন। আমার বহুদিন থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেদ্ধাঞ্জা জারি করেছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রচেষ্টা আমাদের চলছেই। আমি নিজে সাতবার হায়দ্রাবাদে প্রশিক্ষণ নিয়ে এসেছি। আমরা লাগাতার প্রচার করছি বাড়ি বাড়ি নোংরা সংগ্রহ করে পুরসভা, যাতে কেউ নোংরা ফেলে এলাকায় দুষন না সৃষ্টি না করেন। প্লাস্টিক ব্যবহারের পর যাতে নর্দমার মধ্যে না ফেলেন তার জন্য প্লাস্টিক ব্যবহারে নিষেধ রয়েছে। উপস্থিত বক্তারা সকলেই এই সচেতনা বৃদ্ধির উপরে বক্তব্য রাখেন। এই সচেতনতা শিবির চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।