বিংশ শতাব্দীর কিংবদন্তি কথা শিল্পী প্রেম চাঁদের জন্মবার্ষিকী বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : আধুনিক হিন্দি ও উর্দু ভাষার কিংবদন্তি লেখক প্রেম চাঁদের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত হলো বর্ধমানে। আয়োজক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের বর্ধমান শহর শাখা। ৩১ জুলাই ছিল প্রেমচাঁদের জন্মদিন। ১৮৮০ সালের এই দিনে উত্তরপ্রদেশের বেনারসে এক ধনী পরিবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান শহরের বাদামতলা র কালি কৃষ্ণ মিত্র পাঠাগারে মাসিক কবিতা উৎসব ও প্রেমচাদের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষিয়ান কবি কুমুদ বন্ধু নাথ। সংগঠনের পক্ষ থেকে মিনতি গোস্বামী, স্বরূপ মুখার্জী সকলকে স্বাগত জানান। সংগঠনের জেলার যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দীনেশ ঝা, মহাশ্বেতা চ্যাটার্জি, কল্পনা মজুমদার, শিবানন্দ পাল প্রমুখের প্রেমচাঁদের বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন। বিংশ শতকের কথা সাহিত্যিক প্রেম চাঁদের সদরঞ্জ কে খিলাড়ি, গাবানের মতো লেখাগুলি আজও মানুষের মনে দাগ কাটে। প্রেমচাঁদের শৈশ ব জীবন থেকে ই বড় দুঃখের ছিল। শৈশব অবস্থাতেই তাঁর মা মারা যান। পিতা আজাইব লাল ওয়াহি দ্বিতীয়বার বিবাহ করলে প্রেমচাদের শৈশব জীবন আর ও বিষন্ন হয়ে পড়ে। বেনারসের লামহির কাছে একটি মাদ্রাসায় এক মৌলবির কাছে উর্দু ফারসি ভাষা শিক্ষা গ্রহণ করেন। শৈশব ও কৈশোর অবস্থাতে ই তিনি সৎমা ও আসল মায়ের মধ্যে দূরত্ব ও ফারাক উপলব্ধি করেছিলেন। এই নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রেমচাঁদ সরকারি স্কুল পরিদর্শক এর কাজ ছেড়ে দিয়ে পুরোপুরি লেখা লিখির কাজে আত্মনিয়োগ করেন। প্রেমচাঁদের লেখা ছোটদের বইগুলির মধ্যে উল্লেখযোগ্য জঙ্গলের গল্প, প্রলুব্ধ কর, একটি কুকুরের গল্প, রাম চর্চা। নাটক : কারবালা, ভালোবাসার বেদী, সংগ্রাম, আধ্যাত্মিক কবিতা, অভিজ্ঞতা। বিশ্বায়নের দুনিয়াতে প্রেম চাঁদ দের মত লেখকদের লেখাগুলি আরও বেশি করে পড়া দরকার বলে সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।