কলকাতা এবং শিলিগুড়ি সবজীর দাম একেবারেই জনসাধারনের হাতের বাইরে পৌছে গেছে !

নিজস্ব সংবাদদাতা. কলকাতা এবং শিলিগুড়ি সবজীর দাম একেবারেই জনসাধারনের হাতের বাইরে পৌছে গেছে, টমেটো এবং কাচা লঙ্কা ছাড়াও আলুর দামও বেড়েছে অনেকটাই। তাই পরিবারের জন্য এবার উপার্জনে নেমে গেছেন ক্ষুদেরাও। শিলিগুড়ির বিধান মার্কেটে ক্ষুদে শিশুকে দেখা গেল শাক বিক্রি করতে। জানালো সে পড়াশোনাও করছে আবার কাজও করছে। কারন পড়াশোনা করে সে অনেক অনেক বড় হতে চায় আর কাজ না করলে পেটের ভাত যোগানো মুষ্কিল। সে জানিয়েছে রাতে বাড়িতে গিয়ে সে পড়াশোনা করছে। এইভাবে তার অসুবিধা হচ্ছে কি না জানতে চাইলে সে জানায় কষ্ট করলে বড় হওয়া যায়। আর সে তো সবাইকে নিয়েই চলছে। তার নাম সুবীর দত্ত সে হাকিমপাড়ায় তার বাবা এবং মায়ের সাথে থাকে। এছাড়া আছে তার ভাই বোন। তাই সবকিছু ভুলেই লড়াই করতে চায় সে। সময় লাগুক কোন অসুবিধা নেই তার বলে জানিয়েছে সে। মানুষ আসছেন এবং তার কাছ থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছেন। সবাই ছোট বলে আসছে তার কাছে সে জানায়। বড় হয়ে চাকরি করে সে সবাইকে দেখবে বলে জানিয়েছে।