ওয়েটিং রুম বুকিং করতে ট্রেন ধরতে আসা এবং ট্রেনে এসে পৌছানো যাত্রীদের হতে হচ্ছে চরম হয়রানীর স্বীকার! ক্ষোভ যাত্রীদের

নিজস্ব সংবাদদাতা :এনজেপী তে অপেক্ষায় থাকার জন্য যাত্রীদের বসবার জায়গায় বুকিং এ যাত্রীদের হয়রানি। ক্ষোভ যাত্রীদের। ওয়েটিং রুম বুকিং করতে ট্রেন ধরতে আসা এবং ট্রেনে এসে পৌছানো যাত্রীদের হতে হচ্ছে চরম হয়রানীর স্বীকার।এই কারনে কেউ থাকতে চাইছেন না এনজেপীর ওয়েটিং রুমে। জানা গেছে যেভাবে টাকা চাওয়া হচ্ছে তা রেলের কোন নিয়মের মধ্যে পড়ে না। প্রথম ঘন্টায় পঞ্চাশ টাকা এবং পরে কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে। এসি ঘরে থাকার জন্য। পর্যটকদের মধ্যে অনেকেই কুড়ি জনের দল নিয়ে আসেন তারা জানিয়েছেন তাদের নয় দশ ঘন্টার জন্য খরচ হয়ে যাচ্ছে পাচ থেকে ছয় হাজার টাকার বেশী।এর উপরে ঠিকভাবে রসিদ পাওয়া যায় না। চাইতে গেলে বলে এখন আসলেন যখন চলে যাবেন তখন দেওয়া হবে।এসি ঘরের জন্য যারা ঘর বুক করেন তারা জানান নামেই এসি ঘর, ঠিকভাবে এসি চলেই না। গরমে কষ্ট করতে হয়।যারা এর দায়িত্ব নিয়ে আছেন তারা জানালেন আমাদের কিছুই করার নেই। এইভাবেই চলছে। যাত্রীদের হয়রান হওয়া নিয়ে জানান তারা তারা আসেন ছয় থেকে সাত ঘন্টার জন্যে এইটুকু সময় তো এইভাবেই যেতে হবে।ট্রেন থেকে নেমেই তারা পেয়ে যাচ্ছেন রেডিমেড ওয়েটিং রুম এর থেকে ভালো কি হতে পারে। তবে যাত্রীদের মধ্যে থেকে অনেকেই জানিয়েছেন এইভাবে টাকা নেওয়ার কোন মানেই হয় না, আমাদের ঘরের দরকার আর আমাদের ঘর দিয়ে ওরা এইভাবে ব্যাবসা করছে। অনেকেই জানিয়েছেন এখন ষ্টেশন থেকে নেমেই হোটেলে চলে যান তারা। তবে এবারে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে ষ্টেশন।তাই আর যাত্রীদের কোন ধরনের অসুবিধা হবে না।দাবী করে জানালেন রেল বোর্ডের এক অফিসার।তিনি আরো জানালেন এবার থেকে নিয়ম মেনেই কাজ হবে। যেখানে বাদ যাবে না ওয়েটিং রুমের ব্যাপারটাও। তবে যাত্রীদের আর কতদিন এইভাবে কষ্ট ভোগ করতে হবে সেটা একমাত্র সময় বলে দেবে।