|
---|
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : রাজ্যে বাড়ছে হিংসা। বাংলায় বাড়ছে নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের মতো নৃশংস ঘটনা। রাজ্যজুড়ে ঘটে চলা এই নারী নির্যাতন এছাড়া একাধিক বিষয় নিয়ে এদিন থেকে পথে নামলো রাজ্য বিজেপির মহিলা মোর্চা। প্রতিবাদে আজ ও কাল মোট দু’দিনের অবস্থান বিক্ষোভ চলবে হাসমিচকে।
গতকালই বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে জানানো হয় শিলিগুড়ির হাসমিচকে দুইদিন গন অবস্থানের ডাক দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এদিন বেলা ১২টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয় রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্য নেতৃবৃন্দরা। অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। এছাড়া প্রশ্ন তোলা হয়, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে।
রাতের অন্ধকারে বাড়ছে দুষ্কৃতীদের হাতে নারীদের অত্যাচার। দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন নিশ্চুপ রয়েছে কোনরূপ ব্যবস্থা নিচ্ছে না। আতঙ্কে রয়েছে বাংলার মহিলারা। সেই কারণে এবার বাংলার মহিলারাদের সুরক্ষা দিতে বিজেপির মহিলা মোর্চার তরফে এই কর্মসূচি চলবে দুই দিন।