|
---|
নিজস্ব সংবাদদাতা, মেমারি, ২৫ সেপ্টেম্বর,রবিবার মেমারিতে কাজী নজরুল ইসলামের ৪৮ তম প্রয়াণ দিবস ও মেমারি থেকে প্রকাশিত পাক্ষিক সংবাদপত্র জিরো পয়েন্ট-এর ৩৫ তম পূর্তি উপলক্ষে নজরুল উৎসব আয়োজিত হল মেমারি ১ ব্লক অফিস অডিয়োটোরিয়ামে। এদিন কবি নজরুল ইসলাম ও জিরো পয়েন্টের প্রতিষ্ঠাতা সম্পাদক সেখ আনসার আলির প্রতিকৃতিতে মাল্যদান ও চারাগাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত গুণীজনেরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পায়েল শেঠ। স্বাগত ভাষণ দেন জিরো পয়েন্টের প্রধান সম্পাদক কবি আঞ্জুমনোয়ারা আনসারী। সমগ্র অনুষ্ঠানটি সুনিপুন ভাবে পরিচালনা করেন জিরো পয়েন্টের সাংস্কৃতিক সম্পাদক ব্রততী ঘোষ আলি। প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক সেখ আনসার আলির ঐতিহ্যানুসারে এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার স্থানাধিকারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান করা হয়। জিরো পয়েন্টের সম্পাদক আনোয়ার আলি জানান বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায়ের হাতে জিরো পয়েন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিশিষ্ট চিত্র সাংবাদিক নূর আহামেদ ও বিশিষ্ট সাংবাদিক পার্থসখা অধিকারীর হাতে আনসার অ্যাওয়ার্ড, বিশিষ্ট কবি, নাট্যকার, বাচিক শিল্পী ও মঞ্চাভিনেতা আরণ্যক বসুর হাতে জিরো পয়েন্ট অ্যাওয়ার্ড, মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস এডুকেয়ার ফাউন্ডেশন ও তার সভাপতি মানস রায়ের হাতে জিরো পয়েন্ট সোস্যাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় জিরো পয়েন্ট এর পক্ষ থেকে। এছাড়াও জিরো পয়েন্ট নজরুল অ্যাওয়ার্ড দেওয়া হয় ধূমকেতু আম্তর্জাতিক নজরুল একাডেমিকে।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদেক কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, কবি উজ্জ্বল দাস, শ্রী অশোক মুখোপাধ্যায়, বাচিকশিল্পী সাদেকুল করিম, সঙ্গীতশিল্পী সমীরণ কুমার মাকর, সঙ্গীত শিল্পী মধুশ্রী চক্রবর্তী মল্লিক, সঙ্গীত শিল্পী সুচিন্ত্য নন্দী, বাচিক শিল্পী মনীষা ভট্টাচার্য্য, নৃত্য শিল্পী অরুণিমা মুখার্জী, চিত্র শিল্পী শিবাজী বসু, চিত্র শিল্পী দেবাশিস ব্যানার্জী, যন্ত্র শিল্পী সোমনাথ দাস, তবলা বাদ্যকার সুদীপ্ত ভট্টাচার্য্য, মেমারি পৌরসভার কাউন্সিল কৃষ্ণপদ বিশ্বাস, ডা. অভয় সামন্ত, গল্পাকার শুভাশিস মল্লিক সহ অন্যান্যরা।
পূর্ব বর্ধমান জেলা পরিষদেক কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী বলেন একমাত্র জিরো পয়েন্ট মেমারির বুকে কবি কাজী নজরুল ইসলামের চিন্তারধারকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে দীর্ঘদিন ধরে। মেমারি সহ আশেপাশের সাংস্কৃতির মনোস্কমানুষের মিলনক্ষেত্র গড়ে তুলতে কার্যকরী ভূমিকা গ্রহণ করছে জিরো পয়েন্ট।