|
---|
সংবাদাতাঃ প্রতিবছরের মতো এবারও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে রাজ্যজুড়ে পালিত হলো জাতীয় শিশু দিবস। রাজ্যের ছয়টি ডেন্টাল কলেজ সহ আই ডি এ রাজ্য শাখার অন্তর্গত আঞ্চলিক শাখাগুলির সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য-শিবিরে এদিন প্রায় দশ হাজার শিশুর বিনামূল্যে মুখ গহ্বরের পরীক্ষা করা হয় এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়,যেখানে টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়।এদিন ডঃ আর আহমেদ ডেন্টাল হাসপাতালে শিশুদের অভিভাবকদের বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আরও বেশি গুরুত্বশীল করে তোলার উপদেশ দেওয়া হয় ।গুরু নানক ডেন্টাল হাসপাতালে আয়োজিত সায়েন্টিফিক সেমিনার এ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অক্ষতা পি. পুরানিক। সঙ্গে উপস্থিত ছিলেন ডঃ জয়ন্ত ভট্টাচার্য, ডঃ আর আর পাল,ডঃ শুভ্র নন্দী, ডঃ রাজু বিশ্বাস,ডঃ তীর্থঙ্কর দেবনাথ প্রমুখ। দন্ত-চিকিৎসায় শিশু দিবসের গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে আই ডি এ রাজ্য শাখার সম্পাদক ডঃ রাজু বিশ্বাস জানান,”মুখ ও দাঁতের সুস্থতা অনেকটাই নির্ভর করে নিয়মিত ব্রাশ করা ও মুখের যত্ন নেওয়ার ওপর। শিশুদের এই নিয়ে যত্নশীল করে তোলাই আমাদের লক্ষ্য।এক সুস্থ নতুন প্রজন্ম তৈরি করতে আই ডি এ রাজ্য শাখার অন্তর্ভুক্ত মোট আঠারোটি আঞ্চলিক শাখা প্রতি বছর এই দিনে বিভিন্ন শিক্ষামূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকে।” ডাঃ আর আহমেদ ডেন্টাল হাসপাতালে এদিন ডায়াবেটিস দিবস ও পালন করা হয়,প্রায় একশো জনের বিনামূল্যে ব্লাড সুগার পরিমাপ করা হয় ওই অনুষ্ঠানে।