|
---|
সংবাদাতাঃ বুধবার ফ্রন্টপেজ একাডেমী যথাযোগ্য মর্যাদার সঙ্গে শিশু দিবস পালন করল। এউপলক্ষে ছাত্ররা বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। ফ্রন্ট পেজ একাডেমি নার্সারি বিভাগ ও জুনিয়ার বিভাগের ছাত্রদের নিয়ে প্রতিবছরই শিশু দিবসে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। একই সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রচেষ্টা নিয়ে সারা বছরই তৎপর থাকে। উত্তর 24 পরগনার দেগঙ্গার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন সবুজ ঘেরা মনোরম পরিবেশে ফ্রন্টপেজ একাডেমি বিগত নয় বছর ধরে ছাত্র গড়ার কাজ চালিয়ে আসছে। এদিন শিশু দিবসের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার চেয়ারম্যান ও সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান বলেন সমাজের পশ্চাৎপদ শ্রেণীর শিশু ও ছাত্রদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়া দরকার। অভিভাবকদেরই সন্তানদের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষভাবে সচেষ্ট হতে হবে। প্রতিটি শিশুর শিক্ষা ও সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে পারলে তবেই ভালো নাগরিক গড়ে তোলা সম্ভব হবে। আর তখনই ভারত উজ্জ্বল হবে। সমাজের একটা বড় অংশের শিশুদের শিক্ষা ও সুস্বাস্থ্য থেকে বঞ্চিত রেখে ভালো দেশ করার স্বপ্ন কখনো সার্থক হতে পারে না। একাডেমির ডাইরেক্টর ডক্টর জাহিদুল সরকার ছাত্রদের উচ্চ মানের শিক্ষা প্রদানের বিষয়ে জোর দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. সুনিপা দত্ত, আজমাইন রহমান, ফারুক আহমেদ বিশ্বাস, সিরাজুল গায়েন প্রমূখ।