করোনা আবহে রক্তের সঙ্কট মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে, সাহায্যে স্বেচ্ছাসেবী সংস্থা

মহম্মদ নাজিম আক্তার, নতুন গতি, মালদা,৩০ জুলাই: করোনা আবহে রক্তেরও সঙ্কট দেখা দিয়েছে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মুমুর্ষ রোগীদের রক্ত জোগানে এগিয়ে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ রাজনৈতিক দলেরা। তারই মধ‍্যে বৃহস্পতিবার তিনজন মুমুর্ষ রোগীকে রক্ত জোগান দিয়ে প্রান বাঁচালেন চাঁচল ডিআইএফআই এর লোকাল কমিটির সদস‍্যরা। এদিন তারা হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে রক্ত দিয়ে যান বলে খবর।

    হাসপাতাল সূত্রের খবর, হাজাতপুরের এক পৌঢ় গোলাম মোস্তফা (৭৫) B+ ,চাঁচলের সাহেব আলী (২০) B+ ও সুহান আলী (০৮) AB+ এরা সকলে থ‍্যালেসেমিয়া রোগে ভুগছেন। এবং দেহে রক্তের পরিমান কম থাকায় আশঙ্কা জনক অবস্থায় ছিল। সকলের পরিবার সদস‍্যের রক্ত জোগানের পরামর্শ দেওয়া হয় চিকিৎসকের তরফে।

    খবর রক্ত জোগানে এগিয়ে চাঁচল ডিওয়াই এফ আই লোকাল কমিটির সদস‍্যরা। কমিটির সম্পাদক সানাউল্লাহ খান জানান, আজকে নয় করোনা আবহের শুরু থেকে প্রতিনিয়ত আমরা সঙ্কটজনক মুহুর্তে রক্ত জোগানে এগিয়ে আসছি।