কুরবানী নিয়ে প্রশাসনিক বৈঠক চাঁচলে

 

    উজির আলী, নতুন গতি,চাঁচলঃ ৩০ জুলাই
    শনিবার মুসলিমদের পবিত্র ঈদ_উল যাহা। করোনার আবহে পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সচেতনতার দিক লক্ষ রেখে ঈদ_উল যাহা পালনের জন‍্য বৃহস্পতিবার প্রশাসনিক পর্যায়ের বৈঠক হয় চাঁচল থানায়। বৈঠকে করোনায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইদ পালনের জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

    এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে ইদ পালনের আহব্বান জানিয়েছেন চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ। ঈদুল ফিতরের যেভাবে নামাজ হয়েছিল ঠিক একইভাবে নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসন।
    পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ দায়িত্বে ও নিজ পরিসরে পশু কুরবানীর নির্দেশ দেওয়া হয়েছে।
    বৈঠকে সামিল হয়েছিলেন উভয় সম্প্রদায় সহ রাজনৈতিক প্রতিনিধিত্বগন। ছিলেন চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ, চাঁচল ১ ও ২ নং বিডিও র প্রতিনিধিরা, জেলা কৃষি সেচ ও সমবায় দফতরে কর্মাধ‍্যক্ষ রফিকুল হোসেন, সমাজসেবী দেবজিৎ রায় চৌধূরী সহ চাঁচল থানা এলাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির বেশ কয়েকজন ইমাম সাহেব।

    করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে রাজ‍্য সরকার সাপ্তাহিক লকডাউনের ঘোষনা করেছেন। তাই চাঁচল এলাকার সকল মুসলিম সম্পদ্রায়ের মানুষকে ঈদের নামাজে সামাজিক দুরত্ব বিধিকে মান‍্যতা দিয়ে পালন করার আহ্বান জানিয়েছেন মালদি জেলা ইমাম কমিটির সদস‍্য মনিরুল ইসলাম।