|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি,মালদা : অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাতে ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাঘালিটোলা গ্রামে। ঘটনার পর গ্রামবাসীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিলকি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে ওই ব্যক্তিকে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মফিত খান (৩৫)। অভিযুক্ত স্ত্রী রোকিয়া বিবি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই গ্রামে। পরিস্থিতি সামাল দিতে মিল্কি ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। তারা অভিযুক্তকে গ্রেফতার করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গিয়েছে, মৃতর স্ত্রী গত কয়েক মাস ধরে অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এই নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে বচসা হত বলে অভিযোগ। শনিবার রাতে বচসার জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। রবিবার সকালে গ্রামবাসীরা মারধোর দেয় ওই মহিলাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খুনের ঘটনা অস্বীকার করেছে স্ত্রী রোকিয়া বিবি। মৃত্যুর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।