চতুর্থ দফা ভোটের দিনই আসানসোলে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সপ্রিয়’র উপর হামলা চালাল দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা আসানসোল: আসানসোলে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সপ্রিয়’র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। সোমবার চতুর্থ দফা ভোটের দিনই আসানসোলে এই ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।

    এদিন সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে রাজ্য জুড়ে। কোথাও কোথাও উঠছে বুথ দখলের অভিযোগ। বেলা বাড়তেই বাবুল সুপ্রিয়’র গাড়িতে হামলার ঘটনা।আসানসোলের বারাবনিতে এই ঘটনা ঘটেছে। ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। অভিযোগ রাজ্যের সাশক দলের বিরুদ্ধে।

    জানা গিয়েছে, এদিন সকালে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলকর্মীরা। প্রতিবাদ জানাতে গেলেই শুরু হয় হাতাহাতি, গণ্ডগোল। অভিযোগ, গাড়িতে ভাঙচুর করতে শুরু করে তৃণমূলকর্মীরা।

    ইতিমধ্যেই বাবুল সুপ্রিয়কে ঘিরে বারাবনিতে তৃণমূলের বিক্ষোভের ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।