দরিদ্র ব্রাহ্মণ পুরোহিত পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম।

আজাহারউদ্দিন : দ্বিতীয় দফায় লকডাউন বৃদ্ধি হওয়ার ফলে খানাকুল বিধানসভার সমস্ত দরিদ্র ব্রাহ্মণ পুরোহিতের পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য মুন্সী নজিবুল করিম । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রাখতে মাস্ক বাধ্যতামূলক করা হয়, সেই নির্দেশ মেনে খানাকুল ১নং বাসস্ট্যান্ড রামনগর মোডে পুরোহিতের হাতে মাস্ক, সানিটাইজারী, হান্ড ওযাস,ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয় ১৫১জনকে । নজিবুল করিম বলেন পুরোহিত পরিবারের পাশে রাজ্য সরকার সর্বদা আপনাদের সাথে আছেন। সকলেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, খুব প্রয়োজন ছাড়া কোথায় যাবেন না কারন এই মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে তাহলে সফল হবে ।