|
---|
নিজস্ব সংবাদ দাতা, পশ্চিম মেদিনীপুর. পশ্চিম মেদিনীপুর জেলার কেবল টিভি ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন এর দশম বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের পিপলস কোপারেটিভ ব্যাংক অডিটরিয়ামে।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র ও কুটির শিল্প উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দিনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুকুমার পড়িয়া, পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাস, মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, খড়গপুর পৌরসভার পৌর প্রশাসক প্রদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন মূলত কেবল অপারেটর দের নানান সমস্যা ও আগামী দিন কি ভাবে পরিষেবার উন্নতি ঘটানো যায় সে নিয়ে আলোচনা হয়, এ দিন বক্তারা বলেন তারা কেবল টিভির সাথে দীর্ঘ 30 বছর যুক্ত, তারা ছাড়া তাদের কর্মচারী ও এই ব্যাবসার যন্ত্রাংশ যারা বিক্রি করেন তাদের পরিবার মিলে প্রায় কয়েক লক্ষ মানুষ যুক্ত,
কেন্দ্রীয় সরকারের সুবিধা পাওয়া কোনো সংস্থার কোরাল গ্রাসে তাদের ব্যবসা ধ্বংসের মুখে চলে যাবে, এ কিছুতে হতে দেবেননা তারা, কেন্দ্রের ভ্রান্ত নীতির যন্যে আজ সাধারণ মানুষ কে কেবল পরিষেবা অতিরিক্ত মূল্য দিয়ে পেতে হচ্ছে, আগে যে টিভি দেখতে খরচ হতো 150 থেকে 200 টাকা তা আজ 300 টাকার অধিক মূল্যে সাধারণ মানুষ কে পেতে হচ্ছে, তাই অপারেটর দের লড়াই চলবে এর বিরুদ্ধে, সম্মেলন শেষে এ দিন জেলা কমিটি ও তৈরী করা হয় বলে যানানো হয়,
অপারেটর দের পক্ষে এ দিন উপস্থিত ছিলেন ঘাটাল থেকে অরূপ মাঝি খড়্গপুর থেকে শক্তি পদ মশান্ত, পার্থ বেরা, ই গোপী , নারায়ণ গড় থেকে নিশিত দাস, মেদিনীপুর শহর থেকে অরুন চৌধুরী, রবীন্দ্র নাথ ভট্টাচাৰ্য,দীপক দাস ভৌমিক, জয়ন্ত মন্ডল, শুভঙ্কর চৌধুরী , পবিত্র হাজরা, সুরজ গুরুং, পার্থ রায়,সুজন ঘানা, ইকবাল নাওয়াজ, অসীম কামিল্যা, শান্তনু দাস, তাহের হুসেন, প্রমুখ। সম্মেলন সফল হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি অরুণ চৌধুরী।