|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
ফের পথ দূর্ঘটনায় মৃত্যু ও আহত হলো দুই যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের কামাল গ্ৰামের মোড়ে পোল্ট্রি ফার্মের সামনে একটি লরির সাথে মটরসাইকেলে।
আহত যুবকের নাম বাবুসোনা মণ্ডল বাড়ি গীতগ্ৰাম। মৃত্যু যুবকের নাম কালু ঘোষ (২২) বাড়ি গীতগ্ৰাম। স্থানীয় মানুষ ও কাটোয়া থানার পুলিশের সহায়তায় আহত যুবক বাবুসোনা মণ্ডলকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা অবনতি দেখে ডাক্তারবাবুরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
মৃত্যু যুবক কালু ঘোষকে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা স্থলে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা স্থলে কাটোয়া থানার পুলিশ এসে গাড়ি সমেত চালককে আটক করে।