|
---|
মহ: নাজিম আক্তার, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর, ৫ নভেম্বর: দিদিকে বলো কর্মসূচি নিয়ে মঙ্গলবার বিকেল ৩টার সময় থেকে মধ্যরাত্রি পর্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাড়ায় পাড়ায় পৌঁছে গেলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তজমুল হোসেন।প্রখর রোদ ও শীতকে উপেক্ষা করে কয়েকশো দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন তিনি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপির লক্ষণপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে পৌঁছে যান। এই সব এলাকায় তিনি পৌঁছে গিয়ে দিদিকে বলো কর্মসূচির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা সহ দিদির একাধিক প্রকল্প নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন। এই অভাব অভিযোগ শুনার পাশাপাশি গ্রামবাসীদের হাতে দিদিকে বলো ফোন নাম্বার দেওয়া একটি করে কার্ড তুলে দেওয়া হয়। এলাকাবাসীরা জানান, দিদিকে বল কর্মসূচি নিয়ে আজ তাদের এলাকায় এসেছেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তজমুল হোসেন।
অন্যদিকে দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে এদিন রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। যেসব এলাকা থেকে এই অভিযোগ উঠেছে ঘটনাস্থল থেকে ফোন মারফত সমস্যা সমাধানের উদ্যোগ নেন সভাপতি তজমুল হোসেন।
তজমুল হোসেন বলেন, “এলাকাবাসীদের ভালো-মন্দ সমস্ত অভিযোগ দিদিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে খাতায় নোট করা হলো। আগামীতে সেগুলি পূরণের উদ্যোগ নেওয়া হবে।”
এদিন দিদিকে বলো এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস ও হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা, মৎস্য কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ মঞ্জুর ইকবাল সহ অন্যান্যরা।