বর্ধমানে মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থার বর্ণ ময় অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ৫ নভেম্বর : বিজয়া ও দীপাবলি উপলক্ষে বর্ধমানের সাংস্কৃতিক সংস্থা মুক্তাঙ্গনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকলকে স্বাগত জানান মুক্তাঙ্গনের কর্ণধার বিশিষ্ট সঞ্চালিকা সংগীত শিল্পী কবি মুক্তা রায়। বর্ধমান শহর ও সংলগ্ন এলাকায় সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে মুক্তাঙ্গন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বিশেষত প্রতিভা বিকাশ ঘটানোর ব্যাপারে এটি একটি মনন শীল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মুক্তা রায় বলেন, মুক্তাঙ্গন একটি মুক্ত পরিবারের মত। এখানে ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানোর হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে একটি মিলন উৎসবে পরিণত হয়েছিল। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি শুক্লা চন্দ, আশীষ ভট্টাচার্য, বৈভব পাল, প্রদীপ কর্মকার, হেমা পাল বর্ধন, অঞ্জন বাবুদের স্মারক দিয়ে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেছিলেন তপন ধারা, উত্তম কর্মকার, অভিষিক্তা চন্দ, সুচিন্তা বিশ্বাস, সোনালী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা প্রসাদ, মানসী মিত্র, অজন্তা ভৌমিক, মিমি দে, মুনমুন ঘোষ, বিজয়া কোনার, তপতি কর, ইন্দ্রানী রায়, স্নেহা ধারা, সর্বানী বিশ্বাস প্রমুখ। কি বোর্ডে ছিলেন সুদীপ দত্ত, তবলায় পার্থ দাঁ, সাউন্ডে তারক মাইক সার্ভিস।