|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি,মেদিনীপুর: কেশপুরের গোগ্রাম-জামুয়া ঐক্য সমন্বয়ীর উদ্যোগে গোগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। উক্ত শিবিরে সহযোগিতার হাত বাড়ায় পশ্চিম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। ৫ জন মহিলা সহ শিবিরে মোট ছেচল্লিশ (৪৬) জন রক্তদাতা রক্তদান করেন।
এই শিবিরে উপস্থিত ছিলেন ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল হাঁসদা, ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী করুণাসিন্ধু দন্ডপাট, ভাস্কর চৌধুরী, ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, মণিকাঞ্চন রায়, শিক্ষক চঞ্চল হাজরা প্রমুখ। করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের রক্তের যোগান দেওয়ার জন্য এই রক্তদান শিবির বলে জানান কেশপুর ব্লকের গোগ্রাম-জামুয়া ঐক্য সমন্বয়ীর সভাপতি মাধব দে এবং সম্পাদক তারকনাথ নাগ।
এদিনের গোটা শিবিরটি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করেন গড়সেনাপেতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী এবং ঐক্য সমন্বয়ীর আশীষ নাগ।
এই শিবির ঘিরে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই শিবির সফল করতে বিশেষ সহযোগিতা করেন এইচ ডি এফ সি ব্যাংকের মেদিনীপুর শাখা এবং রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক। ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ প্রসাদ চৌধুরী তাঁর বক্তব্যে সামাজিক দায়বদ্ধতার এই মহৎ আয়োজনে সমগ্র এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।