|
---|
নিজস্ব সংবাদদাতা : স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি। কয়েকজন আহত। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। অভিযোগ, ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। এর প্রতিবাদে সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে।