|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মা পশ্চিম মেদিনীপুর পান্থপাদপ সোসাইটির উদ্যোগে ছাত্র- ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সকালে মেদিনীপুর শহরের উপকণ্ঠে বেঙ্গাই গ্রামে অবস্থিত বিশ্বশুক মিলন মঠ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এক ঘরোয়া কর্মসূচিতে একাদশ শ্রেণীর কুড়িজন জন ছাত্র ছাত্রীর হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচির শুরুতে সংগঠনের পক্ষ থেকে আশ্রমের প্রাণপুরুষ শুকহরি ব্রহ্মচারীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ , সম্পাদক সুব্রত দত্ত, সহ-সভাপতি সরোজ মান্না, সদস্য দেবব্রত দত্ত, তনুশ্রী বিশ্বাস, সুদীপ কুমার খাঁড়া,দীনবন্ধু পাতর,রূপা বেরা,শান্তশ্রী কর,মলয় ঘোষ,সন্দীপ পাল প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।