|
---|
নিজস্ব সংবাদদাতা :ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের স্বরূপনগরের মণ্ডল ব্রাদার্স নামক একটি বেসরকারি কম্পানি।
খবর পেয়ে ছুটে যায় সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলী জেলা সম্পাদক সবুজ সৈনিক সেখ মাবুদ আলী। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে ইতিমধ্যে ডানকুনি থানাকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে এসে কাঁটা গাছগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। ডানকুনি থানার তরফ থেকে জানানো হয়েছে সম্পুর্ন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিষয়ে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলী জেলা সম্পাদক সবুজ সৈনিক নামে পরিচিত সমাজসেবী সেখ মাবুদ আলী, ই-মেলের মাধ্যমে হুগলী জেলা প্রশাসক – বনদপ্তর – ডানকুনি পৌরসভা এবং ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন।
ভয়াবহ এই পরিবেশ বিরোধী কাজের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি…