বারাসাতে স্বাধীনতা দিবস পালন ও বৃক্ষরোপন সিরাত ও সুমাইয়া গার্লস মাদ্রাসার

বারাসাত প্রতিনিধি: সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট ও হজরত সুমাইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন ও বৃক্ষরোপন করা হয় হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসা প্রঙ্গনে। সিরাতের সহ সভাপতি হাফেজ সাজ্জাদ আলির কেরাত পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পর্ব। সুরাইয়া বদরুদ্দীন তৈয়াবজীর ডিজাইন স্বীকৃত জাতীয় পতাকা উত্তলন করেন সিরাতের রাজ্য সভাপতি ও প্রবীণ শিক্ষক সেখ আবু তালেব, কার্যকরী সভাপতি আব্দুল আজিজ আনসারীও মাদ্রাসার মুহতামিম হাফেজ নাসিরুদ্দিন, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল হামিদ সাহেব। জাতীয় সংগীত পাঠ করেন সিরাতের বারাসাত সাব ডিভিশন কমিটির সভাপতি সেখ রিয়াজুল ইসলাম (রাজু), বক্তব্য রাখেন সিরাত সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, তিনি বলেন ভারত স্বাধীনতার ৭৩ বছর পরেও আমরা পুর্ণ স্বাধীনতা পেলাম না, আমরা যে তিমিরে ছিলাম আজও সেই তিমিরে পড়ে রইলাম। নানভাবে আমরা বঞ্চিত, পদদলিত, অপমানিত। স্বাধীনতার ইতিহাসের পাতা থেকে মুসলিম বীর শহীদদেের সুকৌশলে নামগুলো বাদ দিয়ে বর্তমান প্রজন্মের কাছে অসত্য, ভুল ইতিহাস পড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা কখনোই কাম্য নয়। আমরা সবিনয়ে ইতিহাসবিদদের কাছে আবেদন করছি যাতে সঠিক ও সত্য ইতিহাস লেখা ও পড়ানো হোক। আরো বক্তব্য রাখেন জমিয়তের বারাসাত ব্লক সম্পাদক হাসান আলি খান, মাদ্রাসার সভাপতি, সিরাতের রাজ্য সভাপতি সেখ আবু তালেব, কার্যকরী সভাপতি হেকিম আব্দুল আজিজ আনসারী, মাদ্রাসার সম্পাদক হাফেজ নাসিরুদ্দিন সাহেব ছোট জাগুলিয়া পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলি, আব্দুল হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াজুল ইসলাম রাজু। শতাধিক বৃক্ষরোপন করা হয়। শেষে শহীদের জন্য মাগফেরাত ও বিশ্বশান্তি উদ্যেশে দোয়া করা হয় ও সকলের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়।