|
---|
নিজস্ব প্রতিবেদক:- মার্চ মাস পড়তে না পড়তেই গোটা রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশই বাড়ছে। এরমধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। তবে তার প্রভাব এই রাজ্যে পড়বে কিনা এখনই বলা যাচ্ছে না।অর্থাৎ শুক্রবার মহানগরীর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী থাকবে। এই মৌসুমের এখনো পর্যন্ত সবথেকে উষ্ণতম দিন আজ হতে চলেছে কলকাতা মহানগরীতে। গত কয়েকদিন ধরে লাগাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছিল মহানগরীর বুকে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি।