|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে বিস্ফোরক মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ইভিএম নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি এবং জানালেন “মানুষের ভোটে নয়, ইভিএমের কেরামতিতে হেরেছে অখিলেশ।”
এদিন বাজেট পেশের পর সাংবাদিকদের তিনি স্পষ্ট জানালেন “উত্তরপ্রদেশে ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে ফেলে অভিমন্যু বধের মতো হারানো হয়েছে অখিলেশকে। ভোট লুট হয়েছে। ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অখিলেশ যদি হেরেও থাকে সেটা মানুষের ভোটে নয়, মেশিনের কারচুপিতে। যন্ত্রের কারসাজিতে জিতেছে বিজেপি। ইভিএমের ফরেনসিক টেস্ট হওয়া উচিত। বাংলায় আমরা জিতেছি কারণ আমরা ইভিএম রক্ষা করতে পেরেছিলাম। আমাদের কর্মীরা ইভিএম পাহারা দিয়েছে। দিল্লিতে আম আদমি পার্টিও তাই।”
তিনি আরো জানালেন “এই ফলাফলের প্রভাব ২৪-এর লোকসভায় পড়াটা বাস্তবোচিত নয়। ২৪-এ কী হবে, কে কোথায় থাকবে, তার ঠিক নেই। আমার মনে হয়, চব্বিশে বিজেপিকে হারাতে সকলের একসঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস একসময় আমাদের নেতা ছিল, নিজেদের সংগঠনের জেরে গোটা দেশে ওদের প্রভাব ছিল। কিন্তু এখন কংগ্রেসের ইচ্ছাটাই নেই। ওদের উপর ভরসা করা উচিত হয়নি। অনেক আঞ্চলিক শক্তি আছে। সবাইকে একসঙ্গে লড়তে হবে। কটা রাজ্যে জিতে লাফাচ্ছে। ২০২৪ লোকসভা লোকসভা করে ডুগডুগি বাজাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নেই।”