গতানুগতিক জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল হরিয়ানার দুই ইঞ্জিনিয়ার বন্ধু

নিজস্ব প্রতিবেদক:- গতানুগতিক জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল হরিয়ানার দুই ইঞ্জিনিয়ার বন্ধু। তারা চাইছিল গতানুগতিক জীবন থেকে বের হতে। অবশেষে শচীন এবং রোহিত সিদ্ধান্ত নিয়েছিল তারা চাকরি ছেড়ে ভেজ বিরিয়ানির দোকান করবে। সকাল ৯ টা ৫ টা ডিউটি করতে করতে ক্রমশই ক্লান্ত হয়ে উঠছিল দুজনে।তাদের চাকরি ছাড়ার সিদ্ধান্ত প্রথমে তাদের পরিবার মেনে নেয়নি। কিন্তু তারপরেও তাদের সিদ্ধান্ত ছিল চাকরি ছেড়ে দেবে ।তাদের বিরিয়ানি দোকানের নাম ইঞ্জিনিয়ার্স বিরিয়ানি। যেখানে ভেজ বিরিয়ানি ফুল প্লেট ৭০ টাকা হাফ প্লেট ৫০টাকা একেবারে অয়েল ফ্রি। তাদের দোকানের বিরিয়ানি খেতে দূর দূর থেকে লোক আসে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে তাদের দোকান। প্রতিদিন কয়েকশো প্লেট বিরিয়ানি বিক্রি হয়।