কংগ্রেসের সাতজন সাংসদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল।

কংগ্রেসের সাতজন সাংসদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল।

    নতুন গতি, ওয়েব ডেস্ক:লোকসভায় কংগ্রেস সাংসদ দের গত কয়েক দিন আগে লোকসভার স্পিকার ওম বিড়লা সাসপেন্ড করেন। এবার সেই সাতজন সাংসদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লা এই কথা জানিয়েছেন। বিরোধীদের বাধা সত্ত্বেও ধ্বনি ভোটে গত ৫ মার্চ তাঁদের উচ্ছৃখল আচরণের জন্য বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তাঁরা ওয়েল নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। স্পিকারের টেবিল থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়েছিলেন। বুধবার সভার শুরুতেই সাত সাংসদের সাসপেনশন নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। বেলা দেড়টা পর্যন্ত সভার কাজ মুলতুবি রাখতে হয়। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে আছেন গৌরব গগৈ, টি এল প্রতাপন, বেনি বেহানন, রাজমোহন উন্নিথান, গুরজিত সিং আহুজা, মানিক্কন টেগোর, ডিন কুরিয়াকোসে। কংগ্রেস অভিযোগ করেছিল, এই সিদ্ধান্ত স্বৈরাচারী, প্রতিহিংসা পরায়ণ।