|
---|
দেবজিৎ মুখার্জি: বিধানসভা নির্বাচনের পরই ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাই ঘাটি এলাকার লোহার খনি। ঘটনায় মৃত্যু হয় দুই শ্রমিকের এবং আহত একজন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের বক্তব্য, মাওবাদীদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চলছে এবং বাড়তি পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
উল্লেখ্য, এই লোহার খনির বরাত দেওয়া হয়েছে জয়সওয়াল নিকো ইন্ডাস্ট্রিজকে। কিন্তু এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি মাওবাদীরা। চলতি বছরই প্রতিবাদ জানাতে বিজেপি নেতা সাগর সাহুকে গুলি করে খুন করা হয়। কারণ স্থানীয়দের ওই খনিতে কাজ করতে পরামর্শ দিয়েছিলেন তিনি।