|
---|
দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার সকালে কুতুব মিনারের কাছে প্ল্যাকার্ড হাতে, কুতুব মিনারের নাম বদলে বিষ্ণু স্তম্ভ করার দাবিতে, বিক্ষোভ দেখালো হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা।
উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল আমি করেছিলেন কুতুব মিনার যেই জায়গায় আছে, সেখানে এক সময়ে ২৭টি মন্দির ছিল এবং তার পুনর্নির্মাণের দাবি জানিয়ে সাকেত আদালতে দায়ের হয়েছিল তিনটি মামলা। কিন্তু সবকটাই খারিজ হয়ে যায়।