|
---|
নিজস্ব প্রতিবেদক:- জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গী। গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার একটি গ্রামে অভিযান চালায় নিরাপত্তারক্ষী বাহিনী। অভিযান চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় নিরাপত্তারক্ষী বাহিনী, খতম হয় দুই জঙ্গি। দুইজনই লস্কর-ই-তৈবার সদস্য।জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হয়েছেন কয়েকজন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।