মুজফফরনগরের নিগৃহীত মুসলিম ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনায় এফআইআর মহম্মদ জুবেইরের বিরুদ্ধে

দেবজিৎ মুখার্জি: নূপুর শর্মার কীর্তি প্রকাশ্যে আনার পর এবার মুজফফরনগরের নিগৃহীত মুসলিম ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনায় এফআইআর দায়ের হলো ‘ফ্যাক্ট চেকার’ এবং অল্ট নিউজের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মহম্মদ জুবেইরের বিরুদ্ধে।

     

    শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশন নিগৃহীতের পরিচয় প্রকাশ্যের আনা নিয়ে সতর্ক করেছিল। বিশেষত দ্বিতীয় শ্রেণির ছাত্রকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে সরব হন কমিশনের চেয়াপার্সন প্রয়াঙ্ক কানুনগো। তাঁর বক্তব্য, “শিশুদের পরিচয় প্রকাশ করে অপরাধের অংশ হবেন না।”