|
---|
রতুয়া, ২০জুন: রতুয়ার জনবহুল এলাকায়র একটি আম বাগান থেকে উদ্ধার হল প্রায় ১০ কেজি কচ্ছপ ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের অন্ডগম্মা বলরামপুর গ্রামে এলাকাবাসীর অনুমান কয়েকদিনের বৃষ্টির কারণে আশেপাশে পুকুরগুলোর ভরাট হওয়ার কারণে কচ্ছপটি ভেসে জনবহুল এলাকায় ঢুকে পরে। স্থানীয়রা জানান রবিবার সকাল বেলা একটি আম বাগান কাছে ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায় কচ্ছপ টি দেখে চাঞ্চল্য বাহারাল গ্রাম পঞ্চায়েতের অন্ডগম্মা বলরামপুরে জানাজানি হতেই কচ্ছপটি দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষ কচ্ছপ টিকে দেখার পর,,খবর দেওয়া হয় রতুয়া থানা,, রতুয়া থানার পুলিশ অফিসার P.S.I তাপস বাউড়ি কচ্ছপ টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পড়ে সে টিকে বনদপ্তরের হাতে তুলে দেই রতুয়া থানার পুলিশ।