রাজ্য কংগ্রেসে বড় ধাক্কা, তৃনমুলে মৌসম নুর

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

    রাজ্য রাজনীতিতে কংগ্রেসে বড়সড় ভাঙ্গন ধরালো শুভেন্দু অধিকারী। মালদা জেলার কংগ্রেস সভানেত্রী তথা গনী পরিবারের ভাগ্নী মৌসম বেনজির নুর যোগ দিলেন তৃনমুলে৷ কার্যত শুভেন্দু অধিকারীর হাত ধরে নবান্নে গিয়ে মমতা ব্যানার্জীর সাথে সাক্ষাত করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনমুলে যোগদানের সমস্ত জল্পনাকে সত্যি করে দেন।

    মামা আবু হাসেম খাঁনের সাথে দীর্ঘদিন টানাপোড়েনের পরে রাজ্যে বিজেপিকে রুখতেই তিনি তৃনমুলে যোগ দেন বলে জানা যায়।
    একদা রাজনৈতিক জীবন শুরু করেন সুজাপুর বিধানসভায় এম এল এ হিসেবে। পরবর্তীতে উত্তর মালদা সংসদের পাশপাশি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস যুব সভানেত্রী হিসেবে অধিষ্ঠিত হন তিনি৷ বর্তমানে মালদা জেলার সভানেত্রী ও উত্তর মালদার সংসদ থাকাকালীন কংগ্রেস ত্যাগ করে মমতা ব্যানার্জীর হাত শক্ত করেন।

    আগামী ৩০ শে জানুয়ারি বুধবার মালদা জেলা সম্মেলনে শুভেন্দু অধিকারীর হাতে দলীয় পতাকা নেবেন মৌসম নুর। তবে রাজনৈতিক সুত্রে দাবী করা হয় যে আগামী লোকসভা নির্বাচনে মালদা জেলার তৃনমুল প্রার্থীর মুখ হিসেবেই হয়তো পরিচিত হতে পারে মৌসম।