|
---|
সংবাদদাতা : আরবি বিষয়ের প্রতি স্কুল সার্ভিস কমিশনের চরম বঞ্চনা৷পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গত 8 ই ফেব্রুয়ারি ২০১৬ অনার্স /পি.জি (XI -XII) তে আরবি বিষয়ের মোট ভ্যাকান্সি ১৩০টি বলে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। । কিন্তু কোন নিয়োগ ছাড়াই ২৩শে সেপ্টেম্বর ,২০১৬তে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করে পি.জি (XI -XII) তে ভ্যাকান্সি কমিয়ে মাত্র ৫৯টি করেছিলেন । অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মাত্র ১৯টি ভ্যাকান্সিতে আরবী বিষয়ে শিক্ষক নিয়োগ করলেন । বিজ্ঞপ্তির পর নিয়োগের সময় অন্যান্য বিষয়ের ভ্যাকান্সি সংখ্যা বাড়লেও কিন্তু আরবিতে চক্রান্ত করে ভ্যাকান্সি বারে বারে কমিয়ে দিয়ে বঞ্চনা করা হচ্ছে এবং আরবি বিষয়কে তুলে দেওয়ার গভীর চক্রান্ত করছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কে একাধিকবার ডেপুটেশন দিয়ে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মিলেনি। আর গত ১০ই জুন ২০১৫ বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে আরবি বিষয়ের ভ্যাকান্সি সর্বমোট ২৭২টি বলে প্রকাশ করেছিলেন । কিন্তু আজ দীর্ঘ চার বছর অতিবাহিত হওয়ার পর গত 2রা জুলাই থেকে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ এর জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেন কিন্তু ইন্টারভিউতে অন্যান্য সাবজেক্টের ভ্যাকান্সি তুলনায় পর্যাপ্ত পরিমাণ ডাকলেও আরবির ক্ষেত্রে ২৭২টি ভ্যাকান্সির জন্য ৩৫৯জনকে ডাকা হয়েছে৷ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এমন সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে যে আরও একবার আরবির ছাত্রছাত্রীরা বা হবু শিক্ষকরা বঞ্চনার স্বীকার হতে চলেছে। এমন বঞ্চনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে ওয়েস্টবেঙ্গল এরাবিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ধারাবাহিকভাবে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আরবি বিষয়ের প্রতি স্কুল সার্ভিস কমিশনের বঞ্চনার প্রতিবাদে আজ ১৬ ই জুলাই ২০১৯ মঙ্গলবার কলকাতার বিকাশ ভবনে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ও আচার্য সদনে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ওয়েস্ট বেঙ্গল এরাবিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন ও আল হাদী ফাউন্ডেশনের পক্ষ থেকে যৌথভাবে ডেপুটেশন দেন । উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান , ওয়েস্টবেঙ্গল এরাবিক স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, আল হাদী ফাউন্ডেশনের সভাপতি মোঃ আহসানুল বারি এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি মোঃ সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ রাকিব হক এছাড়া উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল এরাবিক স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষে মারুফ বিল্লাহ, নুর মোহাম্মদ খান, সোলেমান আলম, সুজাউদ্দিন , আবু রায়হান আলবিরুনী, সাকিবুল সহ সমস্ত সদস্য বৃন্দ ও পাঁচ শতাধিক চাকরী প্রার্থী।