বর্ষীয়ান সাংবাদিক সত্যনারায়ণ মাজিল্যার জন্মদিনে সাংবাদিকদের বঞ্চনা নিয়ে আলোকপাত বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, ২৬ ডিসেম্বর : বর্ধমানে বর্ধমানের ভূমিপুত্র বিশিষ্ট সাংবাদিক সত্যনারায়ন মাজিল্ল্যার জন্মদিন পালন করা হল। ৭২ বছর পূর্ণ করে তিনি ৭৩ এ পা দিলেন। বড়দিনে বর্ধমান শহরের সুকান্তপল্লীর তাঁর বাসভবনে বর্ধমান জাগরণী পত্রিকার পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সত্যনারায়ণ মজিল্যার সাংবাদিকতার ৫০ বছর পূর্তি ও তাঁর জন্মদিন নিয়ে আলোকপাত করতে গিয়ে অল ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার বলেন, ২০১৫ সালে সাংগঠনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করি। সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি দিই। এর ফলে কর্মরত সাংবাদিকদের রাজ্য সরকার মা বই স্বাস্থ্য কার্ডের সুযোগ করে দেয়। ২০১৮ সালে রাজ্যে ৯৯ জন সাংবাদিককে পেনশনের আওতায় আনা হয়। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৮ জন সাংবাদিক এই পেনশনের আওতায় এসেছেন। পূর্ব বর্ধমান জেলায় শতাধিক ও রাজ্যে হাজার হাজার সাংবাদিকরা এখনও এই পেনশনের আওতায় আসেননি। এ ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে সাংবাদিকদের এই পরিষেবার সুযোগ করে দিয়েছেন এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। রাজ্যের সমস্ত কর্মরত সাংবাদিকরা যাতে এই পেনশনের সুযোগ পান তার জন্য তিনি দাবী জানান। ছোট, ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্র গুলি সরকারি বিজ্ঞাপন পাওয়া থেকে সংকুচিত হচ্ছে এর জন্য তিনি উস্মা প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে সত্যনারায়ণ বাবুকে এক ব্যতিক্রমী সাংবাদিক বলেও অভিহিত করা হয়। সত্যনারায়ণ বাবু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর ওপর আরও জোড় দেওয়া দরকার। সরকারকে খুশি করার জন্য সাংবাদিকতার প্রবণতা বৃদ্ধি পায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। দেশকে পরিচালনার ক্ষেত্রে গঠনমূলক সাংবাদিকতার খুবই জরুরী। এই দিনের অনুষ্ঠানে আলোচনা, স্বরচিত কবিতা পাঠে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা হলেন : বিশিষ্ট সাংবাদিক দুরন্ত নাগ, অরবিন্দ সরকার, লক্ষণ দাস ঠাকুরা, শেখ জাহিদ আব্বাস, বিপদতারণ মিশ্র, দেবজিৎ মুখোপাধ্যায়, শৈবাল মুখোপাধ্যায়, অলোক রায় নস্কর, রিতা ধর, সুজিত কুমার গুই, পার্থ সারথী মাজিল্যা, বিদিশা মুখোপাধ্যায়, মৌসুমী মুখোপাধ্যায় প্রমুখ। এ দিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বর্ধমান জাগরণী পত্রিকার সম্পাদক বিকাশ বিশ্বাস।