|
---|
শুভ চক্রবর্তী,ক্ষীরপাই: বড়োদিনে পিকনিক করতে এসে মদ্যপ যুবকদের মারামারি ,তা থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ কর্মীরা।মারের চোটে প্রায় সঙ্গাহীন হয়ে পড়লেন এক কর্তব্যরত পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশের ভাঙচুর করা হল গাড়িও। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ক্ষীরপাই বড়মার কালীর মন্দির লাগোয়া শিলাবতি নদীর ধারে বড়দিনে পিকনিক করছিল অনেকে। তার মধ্যে ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক এসে মদ্যপান করছিল। পাশাপাশি মেয়েদের কটুক্তি ও করছিল বলে অভিযোগ। এই নিয়ে পিকনিক করতে আসা কয়েকজন যুবক তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে লেগে যায় মারামারি। চরম উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী হাজির হয়। মদ্যপ যুবকরা তাদের এলোপাথাড়ি মারতে শুরু করে।আচমকা পুলিশের উপর এই ধরনের হামলা প্রস্তুত ছিল না পুলিশ কর্মীরাও। মারধর ছাড়াও পুলিশ গাড়ি ও ভাঙচুর করে ওই মদ্যপ যুবকরা, ঘটনাস্থলে খবর পেয়ে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ৭ জন পুলিশ ও ৩ জন স্থানীয় ব্যাক্তি আহত হয় বলে খবর।
পুলিশ কর্মী ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনায় অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ।