সাঁওতালি শিক্ষায় বঞ্চনা, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আদিবাসী সংগঠনের রাজ্য ব্যাপী চাক্কা জ্যাম কর্মসূচি

মেদিনীপুর: পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গোটা রাজ্য সহ পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আদিবাসী সংগঠন ভারত জাকাত পরগনা মহলের পক্ষ থেকে রোড চাক্কা জাম কর্মসূচি হলো। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের সর্বাগ্রে ক্ষীরপাই হালদার দীঘিতে পথ অবরোধ কর্মসূচি হয়। ধীরে ধীরে কেশপুর , দাসপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, ডেবরা সহ বিভিন্ন জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়।

    এই সংগঠনের মূলত দাবী গুলো ছিলো সাঁওতালি মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সঠিক পরিকল্পনা গ্রহণ; ফেক এস টি সার্টিফিকেট বাতিল করা; ভলান্টারি’ শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ; প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন; সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান, ২০০৬ বনাধিকার সঠিকভাবে লাঘু করা; সাঁওতালি মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এডুকেশন বোর্ড চালু করা; এস সি, এস টি ছাত্রাবাস অবিলম্বে চালু করা; জাহের থানের মাধ্যমে পাট্টা প্রদান করা; WB SC ST Amendment Act 2022 অবিলম্বে বাতিল করা।
    এ ছাড়া, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ ও গানের কোর্স চালু করার দাবিও উঠেছে।

    সংগঠনের এক নেতা বলেন, ‘‘২০০৮ সাল থেকে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পৃথক কোনও সাঁওতালি শিক্ষা বোর্ড নেই। এই ভাষায় শিক্ষার কোনও সঠিক পরিকাঠামো নেই। কোথাও স্কুলের ভবন নেই, কোথাও আবার শিক্ষক নেই। যার জন্য পঠনপাঠনে ব্যাঘাত ঘটছে। সে কারণেই আমরা রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছি।’’

    এই সমস্ত দাবিদাওয়া না অবিলম্বে না মিটলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন হবে বলে সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে জানানো হয়।

    এই কর্মসূচির জন্য শীতের সকাল থেকেই সরকারী বেসরকারী বাসের দেখা মিলে নী। জরুরী পরিষেবা ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।