গলসিতে রিভলভার এলোপাথাড়ি শুন্যে গুলি চালিয়ে গ্রেপ্তার যুবক

নতুন গতি, আজিজুর রহমান, গলসি : নিজের কাছে থাকা লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করছে গলসি থানার পুলিশ। ধৃতের নাম শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। তিনি গলসি থানার বড়দিঘী গ্রামের বাসিন্দা। ঘটনার অভিযোগ পাবার পরই তার কাছে থাকা রিভলভারটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানতে পারা গেছে, উচ্চগ্রামের কাছে গতকাল রাতে ব্যবসায়িক দেনাপাওনার হিসাব নিয়ে একটি ইট ভাটার মালিকের সাথে তার কথা কাটাকাটি হয়। সেই সময় এলাকার অনেকেই হাজির ছিল ঘটনাস্থলে। পরে সব মিটমাট হয়ে গেলে তার লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে আচমকা দু রাউন্ড শুন্যে গুলি ছোড়ে নাজমুল। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে যায় সকলে। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এদিকে ঘটনায় কথা জানিয়ে রাতেই থানার অভিযোগ দায়ের করেন ইটভাটার মালিক। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। বুধবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে পাঠায় গলসি পুলিশ।