|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : পরিবার সূত্রে খবর প্রায় দেড় মাস আগে মেদিনীপুররে খড়গপুরে রাজমিস্ত্রি কাজে যায়, মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বালিয়া অঞ্চলের কাশিয়াডাঙ্গার বাসিন্দা অশিকুল সেখ বয়স ৩২, তার বাবার নাম জালাল সেখ।দেড় মাস পরে রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার পর আর কোন যোগাযোগ নেই।
গত ১০ তারিখে মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় অশিকুল সেখ, তার পরে আর কোন যোগাযোগ নেই নিখোঁজ ঐ যুবক। যুবকের নিখোঁজ সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
অশিকুলের বাবা, মা, স্ত্রী ও ৩ ছেলে ও ১মেয়ে পথ চেয়ে বসে আছে তাদের ছেলে যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।
ইতিমধ্যেই অশিকুলের নিখোঁজ সংবাদ সাগরদিঘী থানায় জানানো হয়েছে, পুলিশ সে বিষয়ে ক্ষতিয়ে দেখছেন।