বিজ্ঞান চেতনা অভিযান মুরারই-এ

মতিয়ার রহমান : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুরারই বিজ্ঞান কেন্দ্র আয়োজিত সারা ভারত বিজ্ঞান চেতনা অভিযান অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর ও সফল হলো। জেনে রাখা ভালো, বিজ্ঞানী সি ভি রমনের শুভ জন্মদিন উপলক্ষে ৭ ই নভেম্বর ২০২৩এই অভিনব কর্মসূচির শুরু। শেষ হবে ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে। আমাদের রাজ্যের প্রতিটি জেলার সবকটি ব্লক ছুঁয়ে এই জাঠা গিয়ে শেষ হবে কোলকাতায়। আমাদের বীরভূম জেলার জাঠা শুরু হয় গতকাল ১৩ ই জানুয়ারি ২০২৪ পাইকর বিজ্ঞান কেন্দ্র থেকে। আজ দ্বিতীয় দিনে পনেরো জনের জাঠার দলটি সকাল এগারোটায় মুরারই নতুন বাজার মোড়ে এসে পৌঁছলে মুরারই বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক জিন্নাত আলী, সভাপতি মতিয়ার রহমান, শান্তনু দাস, বাদল ভৌমিক প্রমুখ গোলাপ কুঁড়ি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। খোলা মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। প্রথমে জাঠায় আগত সদস্য সদস্যাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক জিন্নাত আলী, চেতনা প্রসার অভিযানের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন জেলা বিজ্ঞান আন্দোলনের নেতা শুভাশীষ গড়াই ও শ্রীচরণ বন্দোপাধ্যায়। বিজ্ঞান চর্চা ও চেতনাকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং কুসংস্কার অন্ধ বিশ্বাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মঞ্চে উপস্থিত বিশিষ্ট শিক্ষক অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিনহা, জাকির হোসেন প্রমুখ। জাঠার শিল্পীরা বাউল গান ও ভাদু গানের মধ্য দিয়ে মানুষের কি করা উচিত আর উচিত নয় তা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুরারই বিজ্ঞান কেন্দ্রের সভাপতি মতিয়ার রহমান।