মালদায় সুচনা হলো রাজ্যস্তরের মাদ্রাসা ক্রীড়া

ইসরাফিল বৈদ্য, মালদা : সহ-পাঠক্রমিক কার্যাবলীকে গুরুত্ব দিয়ে, খেলাধুলাকে শ্রেণীকক্ষে আরো বেশি বিস্তারের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নানা রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিভা অন্বেষণে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে থেকে অদূর ভবিষ্যতে ভালো খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে প্রতিবছর রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস অনুষ্ঠিত হয়ে থাকে।

    উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় ১৪ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট অনুষ্ঠিত হচ্ছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। ১৫ ই জানুয়ারি সোমবার মালদা ডি এস এ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠান।
    মালদা শহরের বৃন্দাবন মাঠ থেকে বর্ণাঢ্য ট্যাবলো সহকারে পুরো শহর পরিক্রমা করে স্টেডিয়ামে পৌঁছায় শোভাযাত্রা। এক হাজারের অধিক ও প্রতিটি জেলা থেকে আগত ম্যানেজার কোচ সহ বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থাপনার মধ্য দিয়ে জমকালো উদ্বোধন হয় মাদ্রাসা গেমসের।
    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন বলেন মাদ্রাসা শিক্ষায় ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখী করতে রাজ্য সরকারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেই কাজ সকলের প্রচেষ্টায় সফল ভাবে রূপায়িত হচ্ছে। অনুষ্ঠানের অন্যতম অতিথি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ক্রীড়াবিদদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী তার সংক্ষিপ্ত ভাষণে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কে প্রশংসা করার সাথে সাথে আগামী দিনে মাদ্রাসা ক্রীড়াক্ষেত্র থেকে জাতীয় স্তরের খেলোয়াড় উঠে আসার আশা ব্যক্ত করেন। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সংক্ষিপ্ত বক্তব্যে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে যেভাবে আধুনিক শিক্ষায় উন্নীত হচ্ছে তাতে আগামী দিনে পঠন-পাঠনের সাথে সাথে ছেলেমেয়েদের মাঠ মুখির জন্য প্রত্যেক দিনের পঠন-পাঠনের বিষয়ে একটা পিরিয়ড খেলাধুলার জন্য বরাদ্দ করার অনুরোধ করেন। রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়ার চিফ প্যাট্রন একেএম ফারহাদ বলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় ১৪ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় অসাধারণ পরিবেশে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের প্রতিটি প্রান্তরে মাদ্রাসা শিক্ষায় ছেলেমেয়েদের মাঠমুখি করতে রাজ্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনগুলিতে ক্রীড়া ক্ষেত্রে বাংলার ছাত্র-ছাত্রীরা আরও ভালো স্তরে উন্নীত হওয়ার আশা ব্যক্ত করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংখ্যালঘু দপ্তরের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান,পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, সচিব সেখ আব্দুল মান্নাফ আলি,মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব,জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,সহ-সভাধিপতি রফিকুল ইসলাম,সহ সমাজের বিশিষ্টজনেরা এবং জেলা থেকে আগত দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সাকিলুর রহমান, হাজী আনসার আলী,দেবতোষ বিশ্বাস,আব্দুল্লাহিল মামুন, মাসুম হোসেন, মনিরুল মোল্লা, নুরুল হক, মোজাফফর হোসেন, আব্দুল বাতেন আলি, নামদার শেখ, মোতাহার হোসেন, আব্দুস সাকির, অমিত মন্ডল, সাহাবুদ্দিন চৌধুরী, জাকির হোসেন,বাবুলা সরদার, প্রমুখ।