গলসিতে তৃণমুলের দলীয় কার্যলয়ে ভাংচুরের অভিযোগ

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুর চালালোর অভিযোগ। অভিযোগের তীর বিধায়ক গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আর এই ঘটনার পর আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ।

    জানা গেছে, জাগুলিপাড়া গ্রামের মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় আছে। যেটি গত ২৫ শে নভেম্বর ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী উদ্বোধন করেছিলেন। সেখান থেকে তার অনুগামীরাই ওই এলাকার কাজ দেখাশোনা করতেন। রবিবার রাতে দলীয় কার্যালয়ের ছাউনির অ্যাডবেস্টারের এক অংশ ও শহীদ বেদী ভেঁঙে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি বসার বেঞ্চ উল্টে বাইরে ফেলা দেওয়া হয়।

    উল্লেখ্য, গলসি ১ নং ব্লকে প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন, বর্তমান ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী ও বিধায়ক নেপাল ঘরুই এই তিনটি গোষ্ঠী রয়েছে। গত ২ রা জানুয়ারী গ্রামের বিধায়ক নেপাল ঘরুই গোষ্ঠী ও ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী গোষ্ঠীর লোকজন বিতর্কে জড়িয়ে পরে। সন্ধায় পর গ্রামে চলে বোমাবাজি। ঘটনায় গুরুতর জখম হন একজন। ঘটনায় অভিযুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তাদের ৪ জনকে হেফাজতে নিয়ে গ্রামের দুটি জায়গা থেকে মোট ৯ টি বোমা উদ্ধার করে পুলিশ। তারপরই থেকে এক প্রকার থমথমে ছিল গ্রাম। সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবার দলীয় কার্যালয়ে ভাংচুর এর ঘটনা।

    ঘটনার বিষয়ে জানতে গলসি বিধায়ক নেপাল ঘরুইকে ফোন করে হলে তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, আমরা ঘটনাটি জেনেছি। আমরা খোঁজ খবর নিয়ে জানবো কারা এই ধরনের কাজ করেছে। দলীয় অফিস যারা ভেঁঙেছে নিশ্চয় সে যেই হোক দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।