|
---|
সুবিদ আলী মোল্লা, উত্তর চব্বিশ পরগনা : উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলন্দপুর ইমন মাইম একটি জনপ্রিয় নাট্য প্রতিষ্ঠান । পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, দিল্লি, ব্যাঙ্গালোর, শ্রীনগর, হরিয়ানা, ঝাড়খন্ড সহ প্রতিবেশী বাংলাদেশেও জনপ্রিয়তা অর্জন করেছে ইমন মাইম। মসলন্দপুর ইমন মাইম সেন্টারের পদাতিক নাট্যমঞ্চে গত ২৭ শে মার্চ থেকে ৩০শে মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো “ইমন নাট্যমেলা ২০২৩” । ২৭মার্চ নাট্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের যেসব নাট্য ব্যক্তিত্বের উজ্জ্বল উপস্থিতি ছিল তারা হলেন বাংলাদেশের বিশিষ্ট নাট্য-গবেষক কামরুল হাসান খান, গোবরডাঙ্গা নকশার কর্ণধার আশিস দাস, জীবন অধিকারী সহ আরো বিশিষ্টরা। ইমনের বন্ধুরা কত্থক নৃত্যের মাধ্যমে ইমন নাট্যমেলার শুভ সূচনা করেন।।এরপর ইমনের শিশু-কিশোর বিভাগের উদ্যোগে পরিবেশিত হয় “একটি ক্ষুদ্র বন্য গপ্পো”। নির্দেশনায় জয়ন্ত সাহা। ছিল গোবরডাঙ্গা নকসার নাটক “স্বার্থপর”। ২৮মার্চ নাট্যমেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় অজয় দাস নির্দেশিত গোবরডাঙ্গা চিরন্তন নাট্যদলের নাটক “বিভেদ নাই”এদিনের দ্বিতীয় নাটক ছিল অভি সেনগুপ্তের নির্দেশনায় বেলঘরিয়া অঙ্গনের নাটক “স্বাধীনতা কাকে বলে”।
এদিনের শেষ নাটক সঞ্জয় আচার্য্য নির্দেশিত ভাটপাড়া আরণ্যক থিয়েটার গ্রুপ এর নাটক “কুহক তন্ত্র”। ইমন নাট্যমেলার তৃতীয় দিন ২৯মার্চ সকাল থেকে ছিল আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। নাট্যমেলার শেষ দিন সন্ধ্যায় কমল মণ্ডলের নির্দেশনায় শতকমল মাইম সেন্টারের মূকাভিনয় মঞ্চস্থ হয়। এদিনের শেষ প্রযোজনা ছিল মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর ধীরাজ হাওলাদার নির্দেশিত বহুপ্রসংশিত গীতি-নৃত্যনাট্য “আলিবাবা”। ইমন নাট্যমেলার শেষ দিন ৩০মার্চ দিনটি অনুষ্ঠিত হল “আজাদী কা অমৃত মহোৎসব”।এদিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকুল দেব, আশিস চট্টোপাধ্যায়, রণেন চক্রবর্তী, বৈদ্যনাথ চক্রবর্তী, অভীক ভট্টাচার্য, চন্দ্রা দেব প্রমুখ বিশিষ্টরা।সমাপ্তি পর্বে “মছলন্দপুর ইমন মাইম সেন্টার”-এর কর্ণধার শ্রী ধীরাজ হাওলাদার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন-“ইমন নাট্যমেলায় প্রতিবছরের মতো এবারও এত বন্ধু, অভিভবক এবং সাংস্কৃতিক সংস্থাগুলির সহৃদয় অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা আপ্লুত”।