সারা রাজ্য জুড়ে অনির্দিষ্ট কালের জন্য চলছে ট্রাক ধর্মঘট

আজিম শেখ, নতুন গতি : বীরভূম জেলার বেশ কিছু জায়গা যেমন পাচামি,সালবাদরা,বড়পাহারি, ও নলহাটি পাথর শিল্প নামে পরিচিত।এই শিল্পে মোটের উপর প্রায় কয়েক হাজার ট্রাক নিয়ে কারবার এই শিল্পের কিন্তু আজ সারা রাজ্য জুড়ে যে অনির্দিষ্ট কালের জন্য চলছে ট্রাক ধর্মঘট চলছে তাতে এই পাথর শিল্পেও একটা ভালো ধরণের প্রভাব পড়েছে বললেই চলে।
সালবাদরা ট্রাক পরিবহন মালিক ওলয়েলফেয়ার সমিতি পক্ষে মোরাদুল মোস্তাকিম (রাঙা বাবু) জানান
ট্রাক পরিবহন ব্যবস্থার উপর পুলিশের নির্যাতন, তোলাবাজির অত্যাচার , কেন্দ্রীয় সরকার নির্ধারিত এক্সেললোড চালুর নির্দেশ রাজ্য সরকার এর অমান্য করা, কেন্দ্রীয় সরকারের ডিজেল, পেট্রোল এর মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত কর বৃদ্ধি প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আজ থেকে শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক ধর্মঘট। তারাও এই ধর্মঘট সামিল হয়েছ বলে জানান।