মানিকচকের বি ডি ও কে ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বিডিও কে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল মানিকচকের এমএলএ মোত্তাকিন আলাম। কংগ্রেসের ২৫ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে আসে কংগ্রেস। কংগ্রেসের দাবি মানিকচক ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চলছে চরম দুর্নীতি ।ফাঁস হয়েছে পঞ্চায়েত প্রধান দের দুর্নীতির চিত্র ।কিন্তু কোনো অজানা কারণে বিডিওর তরফ থেকে কোনরূপ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে না। গত ১৫ আগস্ট নবনির্মিত ভুতনি সেতুর উপর দিয়ে হালকা যান চালু করা হয়। কিন্তু গত ১৮ তারিখ থেকে কোন কারন ছাড়াই ভূতনি সেতুর উপর দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ করেছে প্রশাসন। কংগ্রেসের দাবি শাসক দলের নেতাদের মোচের লড়াই এ ভোগান্তিতে সাধারণ মানুষ ।এছাড়াও বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ একগুচ্ছ দাবি নিয়ে মানিকচকের ভিডিও সুরজিৎ পণ্ডিতকে ডেপুটেশন দিতে আসে মানিকচক ব্লক কংগ্রেস। কিন্তু বিডিওর কাছে সদুত্তর না পেয়ে শেষমেষ মানিকচকের এমএলএ মোত্তাকিন আলমসহ কংগ্রেস নেতৃত্ব চেয়ার ছেড়ে বিডিও সাহেবের চেম্বারের দরজা আগলে মেঝেতে বসে পড়ে। চলতে থাকে বিডিও সাহেব কে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ ।উত্তাল হয়ে ওঠে মানিকচক বিডি অফিস চত্বর ।বিডিও অফিসের সামনে মালদা চাচল রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা ।পরিস্থিতি এমন উত্তাল হয় যে একসময় কংগ্রেস কর্মীরা বিডিও অফিস চত্বরের মূল গেট ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করে। মোত্তাকিন আলাম এর দাবি তাদের দাবি সনদের সদুত্তর দিতে পারেনি বিডিও সুরজিৎ পন্ডিত আর সেই কারণে তাদের বিডিও সাহেবকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ এর সিদ্ধান্ত নিতে হয়েছে কংগ্রেসকে।