BREAKING NEWS: মিঠুনের মুম্বইয়ের বাড়িতে মোহন ভাগবত! এর পরে প্রসেনজিৎ বাড়িতেও বিজেপি নেতা, একুশের ভোটের আগে নয়া জল্পনা তুঙ্গে

নতুন গতি ওয়েব ডেস্ক: মিঠুনের মুম্বইয়ের বাড়িতে মোহন ভাগবত! এর পরে প্রসেনজিৎ বাড়িতেও বিজেপি নেতা, একুশের ভোটের আগে নয়া জল্পনা। মঙ্গলবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পরেই জল্পনা ছড়িয়েছিল মিঠুন চক্রবর্তীকে। রাতে এবার জল্পনার কেন্দ্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে প্রসেনজিতের বাড়িতে যান রাজ্য বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

    উল্লেখ্য, ইতিমধ্যেই ঘাসফুল বনাম পদ্মফুলের নির্বাচনী প্রচার লড়াই শুরু হয়ে গিয়েছে। দুয়ারে একুশের নির্বাচনের জন্য সম্মুখ সমরে বঙ্গ বিজেপির ‘স্টার স্ট্র্যাটেজি’ও তুঙ্গে। কাজেই পদ্ম শিবিরকে টেক্কা দিতে জোড়াফুলও বেশ গুছিয়ে ‘রণনীতি’ সাজাচ্ছে। রাজ্য-রাজনীতিতেও দল-বদলের হাওয়া। একের পর এক তৃণমূল নেতামন্ত্রী শিবির বদলাচ্ছেন। ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচিত মুখও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নাম লিখিয়েছেন ঘাসফুলে।

    মঙ্গলবার সকালে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়িতে RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। দু’জনের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের অন্দরে জোর শোরগোল। মিঠুন চক্রবর্তী মানেই সমূহ বাংলার একটা আবেগ তাঁর সঙ্গে জড়িত। আর বাঙালির সেই আবেগকে হাতিয়ার করেই কি ‘ডিস্কো ডান্সার’ তারকাকে একুশের বিধানসভা নির্বাচনী প্রচারের মুখ করে তুলতে চলেছে গেরুয়া শিবির ? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের অন্দরে।

    মঙ্গলবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাতের পরেই জল্পনা ছড়িয়েছিল মিঠুন চক্রবর্তীকে। রাতে এবার জল্পনার কেন্দ্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে প্রসেনজিতের বাড়িতে যান রাজ্য বিজেপি নেতা ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ খানিক্ষণ কথাও হয়। তবে শুধু এখানেই থেমে থাকেনি। প্রসেনজিতকে ‘অমিত শাহ অ্যান্ড দ্য় মার্চ অব BJP’ বইটিও উপহার দেন তিনি।

    আচমকা এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রসঙ্গত গতকাল বাংলার অপর এক বিখ্যাত অভিনেতাকে নিয়ে গেরুয়া শিবিরে জল্পনা ছড়িয়েছিল। মঙ্গলবার আচমকা মুম্বইতে মিঠুনের বাড়িতে হাজির হন আরএসএস প্রধান মোহন ভাগবত। এর আগে নাগপুরে আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন মিঠুন। তার পরে মোহন ভাগবতের সঙ্গে মিঠুনের এই সাক্ষাত কোনওমতেই স্বাভাবিক চোখে দেখছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা। সকালে মিঠুনকে নিয়ে জল্পনা শুরু হলে রাতে তাতে যুক্ত হয় প্রসেনজিত। যদিও এই সাক্ষাতে বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে মুখ খোলেননি বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

    প্রসঙ্গত, আর কয়েকদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলে শক্তিবৃদ্ধির পাশাপাশি বাংলার টলিউডেও হাত বাড়িয়েছে গেরুয়া শিবির। বাংলার টেলি জগতের অন্যতম মুখ কৌশিক রায় গত মাসের শেষে বিজেপিতে যোগ দেন। ইদানিং বেশ কিছু টলিউডের অভিনেতা- অভিনেত্রী তৃণমূলে যোগ দেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তার পাল্টা হিসাবে এবার টলিউডের বড় কাউকে দলে টানতে পারে পদ্মশিবির। একই দিনে দুই সুপারস্টার নিয়ে এখন জল্পনা রাজ্য রাজনীতিতে। যদিও বিজেপি নেতার সঙ্গে প্রসেনজিতের বৈঠকে ঠিক কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। বৈঠক প্রসঙ্গে এখনও কিছু জানানি প্রসেনজিৎ।

    প্রসঙ্গত এদিন সকালে মুম্বইয়ের মাঢ অঞ্চলে মিঠুনের বাংলোতে যান মোহন ভাগবত। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। অভিনেতা অবশ্য দাবি করেছেন যে, “RSS প্রধানের সঙ্গে তাঁর আধ্যাত্মিক আলোচনা হয়।” কিন্তু মিঠুনের এই দাবি কিছুতেই যেন হজম করতে পারছেন না বিরোধী শিবিরের রাজনৈতিক ব্যক্তিত্বরা।

    প্রসঙ্গত, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিঠুন দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৬ সালে স্বাস্থ্যজনিত কারণে দলত্যাগ করেন তিনি। তবে এবার মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎকে কিন্তু একেবারেই আধ্যাত্মিক আলোচনা বলে উড়িয়ে দিতে নারাজ রাজনৈতিক মহল। কারণ, রাজ্য-রাজনীতি বর্তমানে সরগরম। গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি মিলে মিশে একাকার। কারও গেরুয়া শিবিরে নাম লেখানোর জল্পনা হাওয়ায় ভাসছে, কেউ বা আবার রাজ্যের শাসক দলের হয়ে সুর চড়াচ্ছেন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচন এখন মধ্যমণি। এর মাঝেই নিত্যদিন তারকাদের রাজনীতিতে যোগদানের খবর প্রকাশ্যে আসছে। অতঃপর পদ্ম শিবিরের হয়ে নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী নামবেন কিনা ?  সেই প্রশ্নের উত্তর পেতেই এখন মরিয়া বিরোধী শিবিরগুলি। অন্যদিকে, রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের শাসক দলে তারকাদের যোগদানের সংখ্যা কিন্তু বেড়েছে বই কমেনি, যা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেও জোর চর্চা চলছে। এরই মাঝে ভাগবতের সঙ্গে মিঠুনের সাক্ষাৎ নিয়ে শোরগোল শুরু হয়েছে।