|
---|
সেখ সামসুদ্দিন : ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার পরেই তৃণমূলের মেমারি শহরকে কলুষ মুক্ত করতে গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ যাত্রা করা হয়। কৃষক কাঁদছে মোদী হাসছে অভিযোগে কৃষিবিলের প্রতিবাদে রাজ্যে পরিবর্তন যাত্রা করে কলুষিত করছে বিজেপি বলে গঙ্গাজলে শুদ্ধিকরণ যাত্রা করা হয়। বামুনপাড়া মোড় থেকেই শুদ্ধিকরণ যাত্রা রাত ৮টার পর শুরু করে নিউমার্কেট, স্টেশন বাজার হয়ে বাজার রেলগেটে শেষ হয়। শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, সংখ্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা, যুব সভাপতি সৌরভ সাঁতরা, ব্লক সভাপতি মুধুসূধন ভট্টাচার্য, জেলা সহ সভাপতি তথা পুরপ্রশাসক স্বপন বিষয়ী, জেলা সম্পাদক স্বপন ঘোষাল, অপর জেলা সম্পাদক তথা সহ প্রশাসক সুপ্রিয় সামন্ত, সহ প্রাক্তন কাউন্সিলরবৃন্দ।