নবান্ন অভিযানে মইদুল ইসলামের উপর পুলিশের লাঠিচার্জে মৃত্যু, এর প্রতিবাদে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল বাম ছাত্র যুব সংগঠনগুলি

নতুন গতি ওয়েব ডেস্ক:পুলিশের লাঠিচার্জে মইদুল ইসলামের উপর প্রতিবাদে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল বাম ছাত্র যুব সংগঠনগুলি। নবান্ন অভিযানে শামিল ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলামের উপর পুলিশের পাশবিক অত্যাচারের ফলে তার মৃত্যু ঘটে। এর প্রতিবাদে প্রতিবাদে দিনহাটা থানায় অবস্থান বিক্ষোভ করল বামপন্থী ছাত্র যুবক সংগঠনগুলি।

    মঙ্গলবার এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রা লোক দাস, যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, ডিওয়াইএফআই নেতা অভিনব রায়, জয়ন্ত দাস, টুটুল সরকার, দুলাল রহমান প্রমূখ।

    এদিনের এই অবস্থান-বিক্ষোভ স্থলে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গোটা রাজ্য জুড়ে অরাজকতা চলছে। কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আহত বেশকিছু ছাত্র-যুব। পুলিশের বেধড়ক মার এবং লাঠিপেটা ফলে মইদুল ইসলাম নামে এক যুব কর্মী নিহত হয়। এর থেকে প্রমাণিত যে রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি আর নেই। এদিনের এই কর্মসূচিতে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে বামপন্থী ছাত্র যুব কর্মীসমর্থকরা শামিল হন।