এইডস ও থ্যালাসেমিয়া মুক্ত সমাজের লক্ষ নিয়ে কলকাতায় সর্ববৃহৎ অরাজনৈতিক পদযাত্রা 

নিজস্ব সংবাদদাতা : গত কয়েক বছরের মতো সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে We are The Common People সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে আয়োজিত হলো ঐতিহাসিক পদযাত্রা ও রক্তদান শিবির ।

     

    জনগণের মধ্যে এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নানা ট্যাবলো সাজানো হয়েছিল পদযাত্রা । কোথাও থ্যালাসেমিয়ার গান, কোথাও দুর্গা পুজোর ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন, কোথাও বাংলার ফুটবল তো কোথাও মূকাভিনয়ে থ্যালাসেমিয়া, এইডস নিয়ে সচেতনতার বার্তা।

     

    We are The Common People এর ৮নম্বর ট্যাবলো কলকাতার ফুটবল এ ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব এর জার্সি তে সামিল হয়েছিল শতাধিক পড়ুয়া। ট্যাবলো তে ক্রমাগত বেজে চলা দুই দলের থিম সং এর সাথে রাস্তায় চলছে ফুটবল খেলা যাতে সামিল হয়েছে পথচলতি মানুষেরাও।